সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়টি উপজেলা ভূমি অফিস নামেই সর্বাধিক পরিচিত। সহকারী কমিশনার (ভূমি) এই কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায়, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, ভূমি বিষয়ে সরকারী স্বার্থ সংরক্ষণ, নামজারী সম্পাদনসহ বহুবিধ নাগরিক সেবা প্রদান করা হয়ে থাকে এই কার্যালয় থেকে। দাপ্তরিকভাবে এটি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।
ই-সার্ভিস সিস্টেম এ লগইন করতে এখানে ক্লিক করুনশিগগিরই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন, কিন্তু তার আগে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। নীচের ইমেইল ফর্মটি পূরণ করুন। আপনি চাইলে সরাসরি আমাদেরকে aclnawabganj@gmail.com এই ঠিকানায়ও মেইল করতে পারেন।
+৮৮০৫৩৩৩৫৬০০১
সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ওয়েবসাইটটির যাবতীয় তথ্য-উপাত্ত সরবরাহকৃত ও WWExperts কর্তৃক সংরক্ষিত। ব্যক্তিগত বা শিক্ষামূলক প্রয়োজনে এর যে কোন কিছুই ব্যবহার করা যাবে, তবে দাপ্তরিক প্রয়োজনে এই ওয়েবসাইটের কোন তথ্য ব্যবহার করা হলে এবং এর ফলে কোন জটিলতার উদ্ভব ঘটলে সেজন্য সহকারী কমিশনার (ভূমি) বা এই ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবেন না।